ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

Google Alert – সামরিক

চীন ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেই  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেওয়া হলো, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে বেইজিং। এ তালিকায় থাকলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না।

চীনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত, যা দেশটির জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত কোম্পানিগুলো: সারনিক টেকনোলজিস (মানববিহীন যানবাহন নির্মাতা), অ্যারকম (স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি), ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল (সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম)। এছাড়া আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো চীন থেকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (সামরিক ও বেসামরিক) পণ্য আমদানি করতে পারবে না।

রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো: হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ (সামরিক জাহাজ নির্মাতা), প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ (ইঞ্জিনিয়ারিং ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট), গ্লোবাল ডাইমেনশনস (ইন্টেলিজেন্স ফার্ম)।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানি চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে হুমকির মুখে ফেলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে, বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে দুই দেশের অবস্থান ক্রমেই তীব্র হয়ে উঠছে।

সূত্র: এপি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *