ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার-বাল্কহেডসহ আটক ২

Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) ভোরে ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী ও আশপাশের বনাঞ্চলে টাস্কফোর্সের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন— নোয়াকোট গাংপাড় গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। এ সময় পুলিশ, বন বিভাগ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে একই অভিযানে রাজেন্দ্রপুর-আবদালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *