Kalbela News | RSS Feed
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলে ছাত্রীদের কক্ষ তল্লাশিতে পুরুষ স্টাফের অংশগ্রহণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, কোনো পূর্ব ঘোষণা বা সতর্কতা ছাড়াই নারী স্টাফদের পাশাপাশি একাধিক পুরুষ স্টাফও হলে প্রবেশ করে এবং ছাত্রীদের কক্ষ তল্লাশি চালায়। এতে ছাত্রীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হলে অবস্থানরত একাধিক ছাত্রী জানিয়েছেন, ঘটনার সময় তারা চরম অপ্রস্তুত অবস্থায় ছিলেন। এক ছাত্রী বলেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। ওড়না পরার সুযোগও পাইনি। এটি খুবই লজ্জাজনক ও ভীতিকর অভিজ্ঞতা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রী জানান, আমি তখন ঘুমিয়ে ছিলাম। কোনো রকম নক না করেই ম্যাডাম ও দুইজন পুরুষ স্টাফ আমাদের রুমে ঢুকে পড়ে। এটা কতটা যুক্তিযুক্ত?
অন্য এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তল্লাশির সময় শুধু ম্যাডাম নয়, ডাইনিংয়ের মামা, অফিসের ছেলেরা এমনকি কয়েকজন স্যারও রুমে ঢুকে পড়েন। আমি ব্যক্তিগতভাবে পর্দা মেনে চলার চেষ্টা করি। এটা একেবারেই অসভ্য আচরণ।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।