ছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেফতার

Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহীন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

শনিবার (১৬ আগস্ট) রাতে র‍্যাব-১২ সিপিসি-১ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষক শাহীন সপ্তম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবার কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় আজ শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভার হাউজিং সেন্টার রোড সংলগ্ন সুরমা ভবনের সামনে থেকে র‍্যাব-১২ এবং র‍্যাব-১১-এর যৌথ অভিযানে শাহীনকে আটক করা হয়। তিনি এই মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *