ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের ক্যাডার মাহিন গ্রেফতার

jagonews24.com | rss Feed

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়বকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহিন তিন মামলার এজাহারনামীয় আসামি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল থেকে গ্রিন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে মাহিনসহ অন্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর কলাবাগান থানায় একটি মামলা করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর থেকে মাহিন আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে মাহিনকে গ্রেফতার করা হয়। মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরও দুটি মামলা রয়েছে।

কেআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *