ছাত্র-জনতার মিছিলে গুলি, কিশোরগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:০২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির ঘটনায় ইউপি সদস্য মো. সমির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সমির মিয়া যশোদল মধ্যপাড়ার বারিক মিয়ার ছেলে। সে যশোদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

র‌্যাব-১৪ সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণমিছিলে হামলায় কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ইউপি সদস্য সমির মিয়া ওই মামলার আসামি।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতার সমির মিয়াকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

ইউপি সদস্য গ্রেফতার
কিশোরগঞ্জ
ছাত্র-জনতার মিছিলে গুলি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *