ছিনতাইকারী ধরতে গিয়ে পাওয়া গেলো থানা থেকে লুট হওয়া অস্ত্র

Bangla Tribune

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্যে পাওয়া যায় অস্ত্র দুটি। সেই সঙ্গে উদ্ধার করা হয় ১৬টি বুলেট। পরে জানা যায়, এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এ সময় সাগরিকা এলাকার কাস্টম অ্যাকাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খালপাড়ে পড়ে ছিল এসব অস্ত্র ও বুলেট। সেগুলো উদ্ধার করে থানায় আনার পর নিশ্চিত হওয়া গেছে, গত আগস্ট মাসে থানা থেকে এগুলো লুট হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে সেগুলো পাওয়া যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *