জন্মভূমিতে ফেরার নিশ্চয়তা চাইলেন রোহিঙ্গা নেতারা

প্রথম আলো

জবাবে ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা নেতাদের উদ্দেশ্যে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থী সংকট নিয়ে আরকান আর্মির সঙ্গে যদি বাংলাদেশ সরকার সংলাপ করে, দুই পক্ষের দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করে—সে ক্ষেত্রে জাতিসংঘ অবশ্যই সহযোগিতা করবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে কথা বলে এসব কথা জানা গেছে।

চার দিনের সফরে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন ফিলিপ্পো গ্র্যান্ডি। বৃহস্পতিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকাল ৯টায় ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সড়কপথে ফিলিপ্পো গ্র্যান্ডি যান ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার বালুখালী (ক্যাম্প-১২) আশ্রয়শিবিরে। এই শিবিরে ৭২ হাজার রোহিঙ্গার বসবাস। বেলা ১১টার দিকে ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে আসা জাতিসংঘের প্রতিনিধি দলটি বালুখালী আশ্রয়শিবিরে ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *