জবি প্রক্টরের ওপর হামলা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Bangla Tribune

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। গুলিস্তানের লেগুনাস্ট্যান্ডের ড্রাইভাররা এই হামলা করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জবি প্রক্টর বাসায় ফেরার পথে তাঁতিবাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ তার ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেগুনা ড্রাইভাররা মারধর করে। এ ঘটনার রেশে শিক্ষার্থীদের কয়েকজন লেগুনাস্ট্যান্ডে গেলে তাদের সঙ্গে লেগুনার শ্রমিকদের হাতাহাতি হয়। শিক্ষার্থীদের দাবি সকালের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রক্টরের উপর হামলা করা হয়েছে।

জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ‘প্রিয় জবিয়ান! সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। প্লিজ। আমি বংশাল থানায় এসেছি এবং অপরাধী আটক হয়েছে।

রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রক্টরের গাড়িতে হামলাকারীদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *