জমিদার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেলো দর্শনার্থীর

jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শাহীন (২২) নামে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২৫ জুলাই) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় জমিদার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দর্শনার্থী শাহীন গাজীপুর জেলার কালিগঞ্জ থানার চুয়ারি খোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি রাজধানীর মুগদা এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন ও তার চার বন্ধু উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে ঘুরতে আসেন। সব বন্ধুরা মিলে মুড়াপাড়া জমিদার বাড়ির সান বাঁধানো পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যান। বন্ধুরা প্রথমে ভেবেছিল সে মজা করছে। কিন্তু কয়েক মিনিট পর যখন কোনো সাড়া পাওয়া যায়নি, তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। স্থানীয়দের সহায়তায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ঘণ্টাখানেক পর ডুবুরি দল এসে পুকুরে অভিযান চালায় এবং প্রায় দুই ঘণ্টা পর পুকুরের গভীর তলদেশ থেকে শাহীনের নিথর দেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ব্রিগেডিয়ার সিদ্দিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

রূপগঞ্জ থানার পুলিশি উপপরিদর্শক (এসআই) পার্থ কুমার চ্যাটার্জি জাগো নিউজকে বলেন, শুক্রবার সকালে রাজধানীর মুগদা থেকে চার বন্ধু মিলে জমিদার বাড়িতে ঘুরতে আসেন। একপর্যায়ে জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান শাহীন নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত বছরের (২২ মে) মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শিথিল (২৪) নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

নাজমুল হুদা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *