জয়ের জন্য পাকিস্তানকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ —-কামরান আকমল

Google Alert – বাংলাদেশ

পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। তবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে। ফলে ২-১ ব্যবধানে টাইগারদের জয়ে সিরিজ শেষ হলো। অবশ্য শেষ ম্যাচে বাংলাদেশই পাকিস্তানকে জেতার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করলেন দেশটির সাবেক তারকা কামরান আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বিস্ফোরক মন্তব্য করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। কামরান আকমল বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রান এবং নিজেরা ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল, অর্জন করেছি। এখন যারা (একাদশের) বাইরে আছে তাদের সুযোগ দিই।’ পুরো সিরিজে বাংলাদেশ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ঘুরে-ফিরে খেলিয়েছে। যা পাকিস্তানের জন্য লজ্জাজনক বলেও মনে করেন কামরান, ‘প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে। সেটিও পাকিস্তানের সঙ্গে, যারা একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গেও কিন্তু নয়। দেখুন পাকিস্তান দলকে এখন কীভাবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রিট করে। লজ্জার কথা শুধু এটুকুই বলব, আর কিছু বলব না।’ প্রথম দুই ম্যাচ থেকে শেষ ম্যাচের কম্বিনেশন নিয়ে কামরান বলেন, ‘প্রথম ম্যাচেই লেফট এবং রাইট হ্যান্ডেড কম্বিনেশন বানানো উচিৎ ছিল। আপনি ফখর ও সাইমকে একসঙ্গে খেলিয়ে তাদেরকে ও তাদের স্পিনারদের সুযোগ দিয়েছেন। আপনি যদি শাহিবজাদা ফারহানকে খেলাতেন তাহলে হয়তো বাংলাদেশের স্পিনাররা পাকিস্তানের ব্যাটারদের এত বিপদে ফেলতে পারতো না। তখন কম্বিনেশনও ভালো হতো।’ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অবশ্য সমালোচনায় মুখর থাকার দৃশ্য নতুন নয়। এরচেয়েও কঠিন ভাষায় ক্রিকেটার ও পিসিবিকে বিদ্ধ করতে দেখা যায়। দ্বিতীয় টি-টোয়েন্টির পরও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া নিয়ে কথা বলেছিলেন কামরান আকমল। তার মতে, নিজেদের সেরা বোলারকে বসিয়ে পাকিস্তানকে ছোট দল হিসেবেই সাব্যস্ত করেছে বাংলাদেশ!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *