জয় দিয়ে লা লিগা অভিযান শুরু বার্সেলোনার

Kalbela News | RSS Feed

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে দারুণ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কার মাঠে ৩–০ গোলের দাপুটে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে পুরো ম্যাচের ফলাফল যতটা আলোচনায় থাকবে, তার চেয়ে বেশি তর্ক-বিতর্ক জমবে প্রথমার্ধে নেওয়া কিছু রেফারিং সিদ্ধান্ত নিয়ে।

ম্যাচের ২১তম মিনিটে লামিন ইয়ামালের নিখুঁত ক্রস থেকে হেড করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। স্বচ্ছন্দ ফুটবল খেলতে থাকা কাতালানরা দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ফেরান তোরেসের গোলে। তবে সেই গোলের মুহূর্তে মায়োর্কার এক খেলোয়াড় মাঠে পড়ে থাকায় অনেকেই বাঁশি না বাজানো নিয়ে প্রশ্ন তুলেছেন। বিধি অনুযায়ী, রেফারি ঠিকই খেলাটি চালু রাখেন এবং ফেরান সুযোগ কাজে লাগাতে দেরি করেননি।

প্রথমার্ধের শেষ দিকে ইয়ামালের ওপর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার এক ডিফেন্ডার। বিরতির ঠিক আগে আবারও লাল কার্ড দেখতে হয় তাদের স্ট্রাইকারকে, জোয়ান গার্সিয়াকে বিপজ্জনক ট্যাকল করার জন্য।

বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়ে দ্বিতীয়ার্ধে বল ঘুরিয়ে মায়োর্কার নয়জনকে আরও চাপে রাখতে থাকে। শেষদিকে ইয়ামাল নিজেই স্কোরশিটে নাম লেখান চমৎকার এক একক প্রচেষ্টায়, চূড়ান্তভাবে নিশ্চিত করেন কাতালানদের ৩–০ গোলের জয়।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অবশ্য মাঠভরা দর্শকরা রেফারির উদ্দেশে অসন্তোষ জানাতে ভোলেননি। যদিও সিদ্ধান্তগুলো আইনসম্মতই ছিল, তবুও ঘরের দলের সমর্থকদের কাছে বার্সেলোনার জয়টা কিছুটা ‘বিতর্কিত’ বলেই ধরা পড়বে।

তর্ক বিতর্ক যাই থাকুক, মৌসুমের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দিয়ে বার্সেলোনা যেন ঠিকই বার্তা দিয়ে দিল— তারা আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *