Google Alert – পার্বত্য চট্টগ্রাম
‘জলবায়ু সহনশীল পরিবেশবান্ধব সমন্বিত কৃষি উৎপাদনের মাধ্যমে বিকল্প জীবিকার উৎস” প্রশিক্ষনের সনদ বিতরন
নিজস্ব প্রতিবেদক:- কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাপছড়ি, রাঙ্গামাটি এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি লেড ইনক্লসিভ এডাপটেশন (করলিয়া) কার্যক্রমের আওতায় ‘জলবায়ু সহনশীল পরিবেশবান্ধব সমন্বিত কৃষি উৎপাদনের মাধ্যমে বিকল্প জীবিকার উৎস’ বিষয়ে দুই ধাপে মোট ১৮ (আঠারো) দিনের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রকল্পের ৩০ জন ‘লোকাল রেজিলিয়েন্স ফ্যাসিলিটেঁর (এল আর এফ) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ কাজল তালুকদার মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সনদ পত্র প্রদানকালে বলেন‘ লোকাল রেজিলিয়েন্স ফ্যাসিলিটেঁর (এল আর এফ) গণ অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারী দলের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে তাদের জীবিকার উন্নয়নে কাজ করে যাবেন।
প্রশিক্ষনের লব্দ জ্ঞান দিয়ে এলাকায় সাধারণ মানুষের যেন উপকার পায় এ বিষয়ে সব সময় সচেতনতামুলক বার্তা দেওয়ার জন্য অনুরোধ জানান এবং পাহাড়ের ঝিড়ি শুকিয়ে যাচ্ছে, পানির সংকট প্রখত হচ্ছে, জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে, কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, পরিবেশ বিপন্ন হচ্ছে,এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের আদিকালের বনগুলো ফিরিয়ে আনার জন্য আদি বা স্থানীয় গাছের চারা রোপন করে ঘন বন সৃষ্টি করারও আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইউ প্রæ মারমা, সন্মানিত সদস্য ও আহŸাক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ পবন কুমার চাকমা, প্রকল্প পরিচালক, ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইমপ্রæভমেন্ট এন্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জনাব ইন্দু লাল চাকমা সাবেক জেলা মৎস্য কর্মকর্তা,রাঙ্গামাটি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাপছড়ি, রাঙ্গামাটি এর অধ্যক্ষ মহোদয় এবংপ্রতুল চন্দ্র দেওয়ান, সম্মানীত সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
এই সম্পর্কিত আরও খবর…