Independent Television
চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িগামী সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ জানান, সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে জশনে জুলুসে আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগে তোলে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। রাত আটটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুলুস থেকে ফেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তারেক আজিজ আরও জানান, একপক্ষ হাটহাজারী মাদ্রাসার সামনে এবং আরেকপক্ষ শেরে বাংলা মাজারের সামনে অবস্থান নিয়ে মিছিল করে। এতে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এই পুলিশ কর্মকর্তা জানান, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন পোস্ট দেওয়া ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখনও থমথমে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারীর মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এবং আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
হাটহাজারির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০ টা থেকে রোববার বিকাল ৩ টা এলাকায় ১৪৪ ধারার আদেশ জারি থাকবে। এ সময় এলাকায় সব ধরনের সভা–সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া এক সাথে ৫ জনের বেশি মানুষের অবস্থান বা চলাফেরায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।