Google Alert – সেনাবাহিনী
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ কৌশলের অংশ হিসেবে দখলদার ইসরায়েলি বাহিনী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ অবরুদ্ধ গাজা উপত্যকায় লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করবে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাহিনীকে এ নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ কেএএন এক প্রতিবেদনে বলেছে, ‘সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড আজ গাজা উপত্যকার ভেতরে লাউডস্পিকারের মাধ্যমে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।’
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে প্রধানমন্ত্রীর কার্যালয় সেনাবাহিনীকে গাজার অভ্যন্তরে বিভিন্ন স্থানে লাউডস্পিকার স্থাপন করতে বলেছে, যাতে বাসিন্দারা (ফিলিস্তিনিরা) জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুনতে পারে।
চ্যানেলটি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সেনাবাহিনী এই পদক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ইসরায়েলি দৈনিক হারেৎজ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘এটি একটি পাগলাটে ধারণা, কেউ বুঝতে পারছে না, এর সামরিক সুবিধা কী।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইসরায়েলি সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, এই পদক্ষেপ ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর শুক্রবারের ভাষণটি ফিলিস্তিন ও ইসরায়েলি সময় বিকেল ৪টার দিকে হওয়ার কথা রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনীর গণহত্যার শিকার হয়েছে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
অবিরাম বোমাবর্ষণ এবং মানবিক সাহায্যের অবরোধের ফলে অঞ্চলটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং ব্যাপকভাবে দুর্ভিক্ষ ও রোগের বিস্তার ঘটেছে।