জাতিসংঘ সম্মেলনে ভিডিও ভাষণে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Google Alert – সামরিক

জাতিসংঘ সম্মেলনে ভিডিও ভাষণে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ AM

মার্কিন ভিসা না পেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সরাসরি যোগ দিতে পারেননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন।

আব্বাস বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকবে এবং হামাসসহ অন্যান্য গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে হবে।

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা থেকে নিজেকে আলাদা করে জানান, ওই হামলা ফিলিস্তিনি জনগণ বা তাদের স্বাধীনতার সংগ্রামকে প্রতিনিধিত্ব করে না। একইসঙ্গে তিনি ইহুদিবিদ্বেষের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি ইস্যুকে কোনোভাবেই এর সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।

আব্বাস গাজার জন্য জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স ও জাতিসংঘের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি ইসরায়েলের গাজায় সামরিক অভিযানকে মানবিক ট্র্যাজেডির ভয়াবহ অধ্যায় হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেন।

তার প্রস্তাবিত বক্তব্যের মূল বিষয়গুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদিত ঘোষণায় অন্তর্ভুক্ত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *