জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

RisingBD – Home

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।  জামাতে সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। 

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে এ দোয়া কামনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। এসময় হাজার হাজার মুসল্লির আমিন আমিন শব্দ প্রতিধ্বনিত হয়।

আজ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে হাজার হাজার মুসল্লি ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে জামাতে দায়িত্ব পালন করেন। ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়েন। ঈদের এ জামাতে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাধা উপেক্ষা করে জাতিকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসলিম বিশ্বকে হেফাজত, মুসলিম উম্মাকে রক্ষা, দেশকে বিশেষ সেবা, হেফাজত প্রদান, দেশকে নিয়ে ষড়যন্ত্র বরবাদ করে দেওয়ার প্রার্থণা করা হয়। অমুসলিমরা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য দোয়া করা হয়।

জুলাই গণঅভ্যুন্থানে নিহত, আহতদের জন্য দোয়া কামনা করা হয়।

নিরাপত্তায় নিয়োজিত ছিলো বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাতীয় ঈদগাহে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *