জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৫ ১০:২১ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১০:৩০

ঈদের জামাতের খুতবা শুনছেন ন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার ঈদের প্রধান জামাতে দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

সাধারণ জনতার সাথে কুশল বিনিময় করছেন ড. ইউনূস। ছবি: সারাবাংলা

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এর আগে আলোচনায় দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি।

নামাজরত অবস্থায় মুসল্লিরা। ছবি: সারাবাংলা

এদিন ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের যেতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামাত শুরু হলে নামাজের কাতার কদম ফোয়ারা ও প্রেস ক্লাব এলাকা ছাড়িয়ে যায়।

ঈদের প্রধান জামাতের আয়োজনে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেছেন। সেখানে নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। বাবা-মায়ের হাত ধরে নামাজে এসেছে ছোট শিশুরাও।

মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুলিশ, র‍্যাব ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/ইউজে/এনজে

ঈদুল ফিতর
প্রধান জামাত

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *