চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক ইউনূস আগামী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
নিকোলা বিয়ার অধ্যাপক ইউনূসকে বলেন, ইইউ অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে সমর্থন করে। বর্তমান সময়টিকে একটি উপযুক্ত সময় হিসেবেও উল্লেখ করেন নিকোলা।
