জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে

RisingBD – Home

আগামী জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ‘মব ভায়োলেন্স’ কমিয়ে আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো রাখা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। আজকের এ সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন।”

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে।”

সবার সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপদেষ্টা বলেন, “নির্বাচন করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয়, সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে-টাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এটা মেনে নেওয়া যায় না। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আরো কেউ জড়িত আছে কি না, খুঁজে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো দুর্বলতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আগামী সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান উপদেষ্টা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *