জাতীয় ভারোত্তোলনে আলম, বাকি, জয়দেব ও রাহিমের সোনা

Google Alert – সেনাবাহিনী

জাতীয় ভারোত্তোলন

কিশোরগঞ্জের আজাহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের নূরে আলম সিদ্দিকীর সোনা জয় চমক হয়েই এসেছে।

Published : 25 Sep 2025, 09:00 PM

Updated : 25 Sep 2025, 09:58 PM

জাতীয় ভারোত্তোলনের তৃতীয় দিনে চারটি সোনার তিনটিই জিতেছে বরাবরের মতোই পরিচিত সংস্থাগুলোর অ্যাথলেটরা। সেখানে ৬০ কেজি ওজন শ্রেণিতে কিশোরগঞ্জের আজাহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের নূরে আলম সিদ্দিকীর সোনা জয় ছিল একটু চমক।

হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০৭ কোজি তুলে সেরা হন নূরে আলম। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বেলাল হোসেন (১৯৮ কেজি) রুপা ও বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ (১০৬ কেজি) ব্রোঞ্জ পেয়েছেন।

৬৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির বাকী বিল্লাহ ২৫৩ কেজি তুলে সেরা হয়েছেন। ৭১ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর জয়দেব চন্দ্র রায় ১৪৯ কেজি তুলে হয়েছেন প্রথম।

দিনের শেষ ইভেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মো. রহিম ৭৯ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন ২৭৩ কেজি তুলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *