জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর

Jamuna Television

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেতৃত্বে গঠিত ‘জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স’ এর সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে আশিক চৌধুরী বলেন, জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশসমূহ আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নিকট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছি। ২০২৫ সালের ১ জানুয়ারি গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে সরকার, প্রাইভেট সেক্টর, একাডেমিয়া ও এনআরবিরা ছিলেন। টাস্কফোর্সের প্রধান দায়িত্বগুলো ছিল বাংলাদেশের প্রয়োজন ও ঘাটতির মূল্যায়ন, সম্ভাব্য সুযোগ চিহ্নিতকরণ এবং নীতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সুপারিশ প্রদান।

পোস্টে আশিক বলেন, আমরা সেমিকন্ডাক্টর শিল্পের বিভিন্ন ধাপে প্রতিযোগিতা করার জন্য বাংলাদেশের সক্ষমতা যাচাই করে চিপ ডিজাইন এর পাশাপাশি টেস্টিং ও প্যাকেজিং খাতকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছি।

এগুলোকে এগিয়ে নিয়ে যেতে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ টি সুপারিশ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো:

১. স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন,

২. বিসনেস এনভায়রনমেন্ট এন্ড পলিসি সাপোর্ট বা ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহায়তা, এবং

৩. গ্লোবাল পার্টনারশিপ বা বৈশ্বিক অংশীদারিত্ব।

পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার দপ্তর টাস্কফোর্সের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে পৃথক একটি কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো যখন সাপ্লাই-চেইন বৈচিত্র্যময় করতে সক্রিয়ভাবে উদ্যোগ নিচ্ছে, এসব পদক্ষেপ বাংলাদেশকে সেমিকন্ডাক্টর খাতে একটি বিনিয়োগবান্ধব, প্রতিশ্রুতিশীল ও উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এ লক্ষ্যে আগামীর সরকারগুলোও আশা করি সক্রিয় ভূমিকা রাখবে।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *