জাবিতে ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৪০ জনকে অব্যাহতি

Google Alert – সশস্ত্র

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অপরাধের মাত্রা বিবেচনায় আরও ৪৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৫ তারিখ) দিবাগত রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “হামলাকারীদের মধ্যে ৯৯ জন সাবেক শিক্ষার্থী এবং ১৩০ জন বর্তমানে অধ্যয়নরত। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং ১ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।”

সাবেক ৯৯ শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এবং অপরাধের মাত্রা অনুযায়ী ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগের সঙ্গে একযোগে ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী ও পুলিশের হামলার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের আওতার বাইরে হওয়ায় এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) পাঠানো হবে।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত ৪০ জন শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ জন বর্তমানে অধ্যয়নরত এবং বাকি ২০ জন সাবেক শিক্ষার্থী।

তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, “যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষ কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করেও তাদের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *