Google Alert – সেনাবাহিনী
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ জুলাই) ডা: শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
অ্যাডমিন পোস্টে লিখেছেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’
সেনাপ্রধান জানান, আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ওই পোস্টে।
এর আগে, শনিবার (১৯ জুলাই) জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তব্য দেয়ার সময় তিনি দাঁড়ানো অবস্থা থেকে মঞ্চে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবারো লুটিয়ে পড়েন তিনি। পরে বসে বসেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেয়া হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে হাসপাতালে যান।
পরে ওই দিন রাত ১১টার দিকে ডা: শফিকুর রহমানের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, ‘অনেকটাই সুস্থ আছেন জামায়াত আমির’।