জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ |

Google Alert – বাংলাদেশ

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল।


শুক্রবার টুর্নামেন্টে লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। এর ফলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকায় ফাইনাল নিশ্চিত হল দক্ষিণ আফ্রিকার।


সমানসংখ্যক ম্যাচে এখনও জয় না পাওয়ায় কোনো পয়েন্ট পায়নি জিম্বাবুয়ে। তাই লিগ পর্বে এখনও ২ ম্যাচ বাকী থাকতে ফাইনাল খেলার আশা ধূলিসাৎ হল স্বাগতিকদের।


শেষ দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পয়েন্ট স্পর্শ করতে পারবে না জিম্বাবুয়ে।  


হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ২২ দশমিক ৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।


জিম্বাবুয়ের পক্ষে মাত্র চার ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। নাথানিয়েল হ্লাবাঙ্গানা সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ব্রান্ডন এনদিওয়েনি ২০ ও তাতেন্ডা চিমুগোরো অপরাজিত ১৬ রান করেন।


বল হাতে বাংলাদেশের সেরা বোলার ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। ৬ দশমিক ৩ ওভার বল করে ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম ২টি করে এবং ১টি করে উইকেট শিকার করেন রাফি উজ্জামান রাফি ও রিজান হোসেন।


জবাবে ১৫ দশমিক ১ ওভারেই ৯০ রানের টার্গেট স্পর্শ করে বাংলাদেশ। ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম সর্বোচ্চ ৪৭ রান করেন। তার ৪৯ বলের অনবদ্য ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল। এছাড়াও কালাম সিদ্দিকি ২০ ও রিজান হোসেন অপরাজিত ২১ রান করেন।


আগামী ৬ আগস্ট নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।


বিডি-প্রতিদিন/বাজিত

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *