জিয়াউর রহমানের দেশপ্রেম নতুন প্রজন্মকে ধারণ করতে হবে: মঈন খান

Google Alert – সামরিক

প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আজকের বাংলাদেশ অস্তিত্বশীল হতো না। তিনি নতুন প্রজন্মকে ইতিহাসের সত্য জানতে ও জিয়াউর রহমানের গুণাবলি ধারণ করে আধুনিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

ড. মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, যদি সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আজ আমরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিতে পারতাম না। আওয়ামী লীগ যতই স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করুক, ১৯৭১ সালের ২৬ মার্চের কালরাত্রিতে তারা ছিল একটি পলায়নপর শক্তি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ থেকে। সেই আদর্শে দীক্ষিত হয়ে আজ আমরা নিজেদের বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। জিয়াউর রহমানের কীর্তিগাথা অনন্তকাল ধরে বললেও শেষ হবে না। তবে আমি নতুন প্রজন্মকে শুধু একটি কথা বলব-আসুন, আমরা দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা-শহীদ জিয়ার এই তিন গুণ নিজেদের ভেতর ধারণ করি।  

বিএনপির এই নেতা বলেন, আশির দশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আরেকটি গুণ শিখিয়েছেন-নীতির প্রশ্নে আপসহীন রাজনীতি। তার নেতৃত্বেই সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।  

বাংলাদেশকে আধুনিক, সম্মানিত জাতি হিসেবে পুনর্গঠন করতে হলে শহীদ জিয়ার দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা এবং বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান এই নেতা।

আজকালের খবর/বিএস 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *