জুলাই গণঅভ্যুত্থান: ঝুঁকি নিয়ে আহতদের সেবা দিয়েছিলেন যে চিকিৎসকরা

Google Alert – ইউনূস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বড় অংশই ছিল গুলিবিদ্ধ

“কীভাবে যে ওই সময়টা পার করেছি, সেটা ভাবলে এখনো গা শিউরে ওঠে,” জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হাসপাতালের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ উদ্দিন মাহমুদ।

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ২০২৪ সালে জুনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার দেড় মাসের মাথায় সেটি ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে।

১৮ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়।

তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ও গুলির ঘটনায় ঢাকার বাড্ডা, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *