Google Alert – ইউনূস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ঐকমত্য গড়তে প্রণীত ‘জুলাই ঘোষণাপত্র’ মঙ্গলবার (৫ আগস্ট) পাঠ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টা ২১ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আয়োজনে তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণাপত্র পাঠের শেষ অংশে এসে আবেগঘন এক মুহূর্তের জন্ম হয়। পাঠ সমাপ্তির পর ড. ইউনূস প্রথমে হাত মেলান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে। এরপর জাতীয় গণতান্ত্রিক ঐক্য (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলামের দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন প্রধান উপদেষ্টা। ওই দৃশ্য মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতা-কর্মী ও অতিথিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
এর আগে বিকেল ৫টা ঠিকে অনুষ্ঠানে এসে পৌঁছান ড. ইউনূস। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে প্রথমেই সামরিক অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঘোষণাপত্র পাঠের আগে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। সে ডাকে সাড়া দিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ অন্যান্য দলের নেতারা মঞ্চে এসে ড. ইউনূসকে ঘিরে দাঁড়ান, যা আগামী নির্বাচনে বৃহত্তর জাতীয় ঐক্যের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
‘জুলাই ঘোষণাপত্র’-এ অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সর্বদলীয় সংলাপ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও জনগণের ভোটাধিকার রক্ষাসহ কিছু মূল প্রস্তাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে নেতারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মো: রাজিব আলী/