জুলাই ঘোষণাপত্র ও শেখ হাসিনাকে ফেরত আনা বিষয়ে যা বলছে প্রেস উইং

চ্যানেল আই অনলাইন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলে তিনি জানান। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়েও কথা বলেন তিনি।

আজ রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া চিঠির কোনো উত্তর ভারতের পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি বলেও জানিয়েছেন শফিকুল আলম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে প্রেস সচিব বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা, জাতীর দায়।

এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে, উনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

GOVT

Shoroter Joba

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *