জুলাই ঘোষণাপত্র কখন হবে, প্রশ্ন শহীদ পরিবারের

Google Alert – ইউনূস

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের কাছে তারা প্রশ্ন করেছেন, ‘জুলাই ঘোষণাপত্র কখন হবে?’।

এ প্রশ্ন শুনে লজ্জায় মাথা নিচু করে, কিছুই বলতে পারেননি বলে আক্ষেপ করেছেন শিবির সভাপতি।

শুক্রবার (৪ জুলাই) রংপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে নিজেই শহীদ পরিবারের পক্ষ থেকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও দু’ ছাত্র উপদেষ্টার কাছে।

ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন-জুলাই ঘোষণাপত্র কখন হবে?

আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারাদেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই?

লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দু’জন উপদেষ্টার কাছে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- জুলাই ঘোষণা পত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?

শিবির সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এ প্রশ্নের জবাব দেবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেয়া হবে ইনশাআল্লাহ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *