Google Alert – প্রধান উপদেষ্টা
আসন্ন জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে নিজেদের ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। এতে ধারণা পাওয়া যাচ্ছে, ঘোষণাপত্র প্রকাশ এখন সময়ের ব্যাপারমাত্র।
আজ (২ আগস্ট) শনিবার রাত ১২টার পর তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।
একই সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে সংক্ষিপ্তভাবে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করবেন। সম্ভাব্য প্রকাশের তারিখ ৫ আগস্টের মধ্যেই নির্ধারিত রয়েছে।
জানা গেছে, খসড়াটি প্রণয়নের সময় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ভূমিকা গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। যদিও প্রাথমিক খসড়ায় ছাত্র আন্দোলনকে অভ্যুত্থানের মূল নেতৃত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছিল, চূড়ান্ত খসড়ায় ‘ছাত্র আন্দোলনের আহ্বানে অভ্যুত্থান’ ভাষ্য ব্যবহার করা হয়েছে।