Google Alert – সেনাবাহিনী
ছবি : প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা এরিয়ার ব্যবস্থাপনায় প্রায় দেড় হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এ বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পে কুমিল্লা সেনানিবাস থেকে আগত মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, শিশু রোগ, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার ও প্যারামেডিকসরা অংশ নেন। তারা সমন্বিতভাবে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন।
পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দেড় হাজার স্থানীয় বাসিন্দা এই সেবার সুযোগ গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ ছাড়াও একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয়, যেখানে প্রয়োজনীয় মাইনর অপারেশন সম্পন্ন করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।