‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’

Jamuna Television

জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি একটি চলমান সংগ্রাম। রোববার (২৭ জুলাই) রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত ‘জাগ্রত জুলাই ২৪’ নামক এক অনুষ্ঠানে এমনটাই বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সাথে দেশের সামরিক খাতকে ঢেলে সাজানোর দাবিও তোলেন তারা।

এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মোৎসর্গকারী দুই শিক্ষককে অতি দ্রুত রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার দাবি জানান ঢাকা কলেজের অধ্যাপক একেএম ইলিয়াস।

হত্যা মামলায় পুলিশের হাতে নির্যাতিত কিশোর হাসনাতুল ফাইয়াজ বলেন, জুলাই বিপ্লবের চেতনা কিছু ব্যক্তি স্বার্থে কলুষিত হচ্ছে। যারা আগে এই বিপ্লবে ছিলেন, তাদের কেউ কেউ এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

/এএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *