জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে

Bangla News


জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ।

পঞ্চগড়: গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (১৬ জুলাই) রাতে জুলাই যোদ্ধাদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এর আগে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জুলাই যোদ্ধারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরসহ সমন্বয়ক মুঃ খোরশেদ মাহমুদের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সভাপতি শাহ পরাণ সুজন, বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, যারা নিজেদের জীবন বাজি রেখে জুলাইয়ে আন্দোলন করেছে তাদের ওপর গোপালগঞ্জে কিভাবে হামলা হয়। পুলিশ, প্রশাসন কি করে তাদের সামনে কিভাবে হামলা হয়। আজকের হামলার দায় ইন্টেরিম এড়াতে পারেনা। পঞ্চগড়েও ফ্যাসিবাদের দোসরেরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তাদের ধরা হলেও দ্রুত ছাড়া পেয়ে যাচ্ছে। অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে হবে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *