জুলাই শহীদ ও যোদ্ধাদের সহায়তায় সেনাবাহিনীর

Google Alert – সেনাপ্রধান


সারজিস আলম

জুলাই শহীদ ও যোদ্ধাদের সহায়তায় সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা তুলে ধরলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার  (২৭  জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ভূমিকা তুলে ধরেন।


সারজিস লেখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, সব উপদেষ্টার মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।


তিনি লেখেন, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।


এর আগে দেওয়া আরেক পোস্টে সারজিস লেখেন, অভ্যুত্থানের প্রায় ১ বছর হতে যাচ্ছে। এ পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সব শহীদ পরিবারের সঙ্গে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি।


তিনি লেখেন, এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সঙ্গে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সব শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।  


একটি অন্তর্বর্তী সরকার যদি এক বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করে একবার একসঙ্গে বসার সক্ষমতা না রাখে, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে, প্রশ্ন রাখেন এই এনসিপি নেতা।


এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *