জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান, আড়াই কোটি টাকাসহ গ্রেফতার ১০

jagonews24.com | rss Feed

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদক ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৪ জুন) রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয় সেনা ও র‌্যাব-২ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৫জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ সতন্ত্র পদাতিক বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলো, মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো.শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো.রাসেল (২২),মো. ইমরান (৩২), মো.শাহাদাত (২০) ও মো. নয়ন (২৩)।

তিনি বলেন, যৌথ বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের বড় একটি চালান হতে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর হুমায়ুন রোডের বিহারি ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনা ও র‌্যাব-২ এর চারটি দল অংশ নেয়।

ওই সেনা কর্মকর্তা আরও বলেন, অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারি, কিছু মাদক ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার।

মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতার সবাইকে এবং জব্দকৃত সব টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে। যা পরবর্তীতে র‌্যাব আদালতে উপস্থাপন করবে। যুব সমাজের অবক্ষয় রক্ষার্থে যৌথ বাহিনীর মাদকবিরোধী এবং সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *