Google Alert – বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টায়।
আগের ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। ম্যাচটি জিতে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা। আজ জিতলেই তাই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে।
নেদারল্যান্ডসের একাদশে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন সিকান্দার জুলফিকার।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।