টিভির সাংবাদিক পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

দেশ রূপান্তর

চট্টগ্রামে ‘মাই টিভির’ সাংবাদিক পরিচয়ে দিয়ে ৪৫ লাখ টাকা দামের গাড়ি ও মালামাল লুটের  ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম, মো. মমিন, আবদুল মতিন, শারমিন আক্তার, নুর রোবেল হোসেন, মো. ফয়সাল ও মোহাম্মদ সাব্বির। পুলিশ জানিয়েছে, গত ১০ অক্টোবর নগরের খুলশী থানা এলাকায় একটি ভবনের চারতলার ফ্ল্যাটে ডাকাতির এ ঘটনা ঘটে। 

 পুলিশ জানায়, মাই টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ১০/১২ জনের ডাকাত দল ওই ফ্ল্যাটে ঢোকেন। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন লুট করে চম্পট দেয় ডাকাত দল। যাওয়ার সময় বাসার নিচে পার্কিং করে রাখা ৪৫ লাখ টাকা দামের গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় বাসায় কোনো পুরুষ লোক ছিল না। এ ঘটনায় মামলা দায়ের হয় খুলশী থানায়। 

এই প্রসঙ্গে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি করা গাড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *