টেকনাফে নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার

দেশ রূপান্তর

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। বুধবার (১ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচার চক্র সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কিছু নারী ও শিশুকে বাহারছড়ার জুম্মা পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় জড়ো করেছে।  এমন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ একটি টিম। এ সময় পাচারকারীদের আস্তানা থেকে ৮ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *