টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও আইসসহ ‘ডাকাত শফি’ গ্রেপ্তার

Google Alert – সশস্ত্র

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‍্যাব-১৫-এর অভিযানে গ্রেনেড, মাইন, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ ‘ক্রিস্টাল মেথ (আইস)’সহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট নামক পাহাড়ের পাদদেশে এ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি চৌকস দল। অভিযানের সময় সন্ত্রাসীদের গুলির লক্ষ্যবস্তু হন র‍্যাব সদস্যরা। তবে দ্রুত পাল্টা গুলি চালিয়ে র‍্যাব সদস্যরা ডাকাত শফিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে শফির দেওয়া তথ্যমতে, গহীন পাহাড়ে তার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. শফি টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২১টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অস্ত্র, মারামারি এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা।

র‍্যাব জানায়, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছিল। তার দলের ভয়ে স্থানীয় রোহিঙ্গা ও বাঙালি জনগণ আতঙ্কে দিন কাটাতো।

অধিনায়ক কামরুল হাসান আরও বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতাপূর্ণ একটি অভিযান।’

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব-১৫-এর এ কর্মকর্তা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *