টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

Jamuna Television

যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদের মধ্যে ২৮ জনই শিশু। এখনও খোঁজ মেলেনি ৪১ জনের। শনাক্ত করা যায়নি ৩২ জনের মরদেহ।

গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের মধ্যে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সন্ধান মেলেনি ১০ শিশু ও এক কাউন্সেলের। চলছে তল্লাশি অভিযান। যোগ দিয়েছে রাজ্যের ২০টির মতো সরকারি সংস্থা।

মধ্য টেক্সাসে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গত শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় রাজ্যটিতে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে তৈরি হয় এ বন্যা পরিস্থিতি।

/এমএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *