টেবিল টেনিসে দল গড়ল বাংলাদেশ জেল

Google Alert – বাংলাদেশ

দেশের ক্রীড়াঙ্গণে সার্ভিসেস দলগুলোর ভূমিকা অনস্বীকার্য। এতদিন অন্য ডিসিপ্লনে খেললেও এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য টেবিল টেনিসে দল গড়ল বাংলাদেশ জেল।

এক সময় তারা দেশের তারকা খেলোয়াড় হয়ে উঠবে। গতকাল রোববার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ল গঠন করে বলেন, ‘বিগত বছরগুলোতে দেখেছি, মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়রে বাংলাদেশ স্বর্ণপদক জিতেছে। কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এমনকি সর্বশেষ আমি যখন বিকেএসপিতে ছিলাম, তখন দেখেছি সাউথ এশিয়ান পর্যায় থেকে এশিয়ান টিটিতে কোয়ালিফাই করেছে। এই ধারাবাহিকতা রেখে আমাদের মনে হয়েছে এই খেলাটি বাংলাদেশকে আন্তর্জাতিক সাফল্য এনে দিচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করবে। তাই আমরা টেবিল টেনিসের ভালো কিছু হওয়ার সঙ্গী হতে চাচ্ছি।’ বিকেএসপির সাবেক এই মহাপরিচালক যোগ করেন, ‘আমরা ল গঠনের ক্ষেত্রে জুনিয়রদেরকে প্রাধান্য দিয়েছি। যারা বর্তমানে বাংলাশে চ্যাম্পিয়ন এবং বিগত সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদক জিতেছে। যাতে তারা বহুদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিকেএসপির পরিচালক (ট্রেনিং) কর্নেল হাসান। তিনি বলেন, ‘বিকেএসপির দায়িত্ব হচ্ছে বয়সভিত্তিক খেলোয়াড় তৈরি করে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করা। বাংলাদেশ জেল দলে টেবিল টেনিস খেলোয়াড় অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত।’ জেল দলের টিটি সদস্যরা হলেন- সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদকজয়ী ও বর্তমান জাতীয় জুনিয়রে এক ও দুই নম্বরে থাকা নাফিজ ইকবাল ও আবুল হাসান হাসিব, সাউ এশিয়ান জুনিয়রে ব্রোঞ্জ জয়ী মো. সাগর। মেয়েদের মধ্যে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়ারে ব্রোঞ্জজয়ী দলের সদস্য আসমা খাতুন লতা ও নবাগত বুলবুলি ও রাফিয়া। কোচ হিসাবে থাকছেন সর্বশেষ সাউথ এশিয়ানে রুপাজয়ী দলের কোচ মো. আশিকুর রহমান পলাশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *