ট্রলারসহ বাংলাদেশি ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Google Alert – আর্মি


ন্যাশনাল ডেস্ক
এজেড নিউজ বিডি, ঢাকা

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি দুটি ট্রলারসহ ১৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে, মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জেলে রহিম উল্লাহ।

তিনি জানান, গভীর সাগরে মাছ ধরার সময় হঠাৎ স্পিডবোটযোগে এসে অস্ত্রের মুখে দুটি ট্রলার ঘিরে ফেলে আরাকান আর্মির সদস্যরা। পরে ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যায় তারা। ঘটনার পর আশপাশের অন্যান্য ট্রলার কিছুটা নিরাপদ দূরত্বে সরে যায়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, আটক হওয়া ট্রলার দুটির মালিক টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদ।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, “আমরা দুটি ট্রলারসহ ১৪ জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *