Google Alert – সেনা
গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক শেষ জীবিত মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতির সমঝোতার অংশ হিসেবে সোমবার (১২ মে) তাকে মুক্তি দেয় হামাস।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাসের হাতে আটক হন ২১ বছর বয়সী আলেকজান্ডার। আটকের ৫৮৪ দিন পর মুক্তি পেলেন এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্য এবং এর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন।
তার মুক্তির পর এক বিবৃতিতে হামাস জানায়, ‘যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে আমরা এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছি, যাতে একটি যুদ্ধবিরতির পথ তৈরি হয়, সীমান্ত খুলে দেওয়া যায় এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছানো যায়।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘সদিচ্ছার একটি পদক্ষেপ’ আখ্যা দিয়ে, যুদ্ধ বন্ধের এবং বাকি সব জিম্মিকে মুক্ত করার পথে এটি একটি অগ্রগতি বলে উল্লেখ করেন। ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে তিনি আরও জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও মিশরের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তবে ইসরায়েল সরাসরি আলোচনায় না থাকলেও, মাঠপর্যায়ে কিছু সমন্বয় করেছে।
আলেকজান্ডারকে মুক্তির জন্য কোনো যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। তবে ইসরায়েল সেদিন দুপুর থেকে যুদ্ধ স্থগিত রেখেছিল। আলেকজান্ডারকে মুক্তির সময় বেসামরিক পোশাকে দেখা যায়, মুখোশ পরা হামাস যোদ্ধারা তাকে রেড ক্রসের একজন কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে তাকে ইসরায়েল সীমান্তে নিয়ে যাওয়া হয়, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আসা তার পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন।
সূত্র: আল-জাজিরা।