ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির ডাক ভারতের

Google Alert – সশস্ত্র

ছবির উৎস, MEA India

ছবির ক্যাপশান, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরোভের সঙ্গে এস জয়শঙ্কর

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।

তিনদিনের মস্কো সফরের প্রথম দিনেই মি. জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলি ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে, তার পরিবেশ রয়েছে ভারতে।

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করার কারণে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন।

আবার দুদিন আগেই চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গেও একাধিক ‘ইতিবাচক’ বৈঠক করেছেন ভারতের শীর্ষ নেতৃত্ব। এবং দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *