ট্রেনে করে চীনে গেলেন কিম, যোগ দেবেন সামরিক কুচকাওয়াজে

Google Alert – সামরিক

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গতকাল মঙ্গলবার ভোরে তার বিশেষ ট্রেনে করে চীন সীমান্ত অতিক্রম করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং গেছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন জানায়, গত সোমবার পিয়ংইয়ং থেকে রওনা হয়ে গতকাল মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন কিম। গতকাল সকালেই বেইজিং পৌঁছান তিনি। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ গতকাল জানিয়েছিল, বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে রওনা হয়েছেন কিম। এ সংক্রান্ত খবরের সূত্র হিসেবে তারা উত্তর কোরিয়া বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দেয়। রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম তার সহযোগীদের সঙ্গে বিশেষ গাঢ় সবুজ রঙের একটি ট্রেনে দাঁড়িয়ে ও হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এ ট্রেনটিই সম্ভবত সেই বুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা দিয়ে তিনি অতীতে চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশে ভ্রমণ করেছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed