‘ডাকসু নির্বাচন বিতর্কিত করার সুযোগ নেই’

RisingBD – Home


ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১১ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:৩৭, ১১ ডিসেম্বর ২০২৪


স্বৈরাচারের অংশীজন ও গণহত্যার সহযোগী ছাত্রলীগ, ছাত্র শিবির ও জাতীয় ছাত্র সমাজকে পুনর্বাসনের মাধ্যমে ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ নেই দাবি করে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে ‘ছাত্রলীগ-ছাত্রশিবিরের মতো গণহত্যার সহযোগী শক্তিকে পুনর্বাসন করে ডাকসু নির্বাচনকে বিতর্কিত করা যাবে না’ শীর্ষক এ বিবৃতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ধরন ও প্রকৃতি নির্ধারণে গঠিত কমিটির উদ্যোগে সক্রিয় সংগঠনগুলোর মতবিনিময় সভায় ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে উপস্থিত তিনটি সংগঠন তাৎক্ষণিক বয়কট করে। এর পূর্বেও ছাত্রশিবিরের বিষয়ে ক্রিয়াশীল  ছাত্র সংগঠনগুলো বারবার আপত্তি জানিয়ে আসছে। অথচ ছাত্র সংগঠনগুলোর মতামতকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কৌশলে ঢাবিতে ছাত্রশিবিরের পুনর্বাসনের প্রক্রিয়া চালু রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহুল কাঙ্খিত ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একই সময়ে আমরা লক্ষ্য করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকে পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে। ১৯৭১ সালে ছাত্র শিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্র সংঘের সদস্যরা আল-বদর বাহিনী গঠন করে। নব্বইয়ের গণঅভ্যুত্থানেও বিতর্কিত ভূমিকার জন্য ছাত্রশিবির ও জাতীয় ছাত্র সমাজ দীর্ঘ তিন দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির গণহত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যে গণ রায় প্রকাশ হয়েছে, ছাত্রলীগ-ছাত্রশিবিরকে পুনর্বাসনের মধ্য দিয়ে তাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে।

সেখানে দাবি করা হয়, ইতোমধ্যে ফ্যাসিস্ট শক্তির ছায়াতলে ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি, বিরাজনীতিকরণের রাজনীতি ক্যাম্পাসের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর ইঙ্গিত বহন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শিবিরের পুনর্বাসন প্রক্রিয়া চালু হলে একই প্রক্রিয়ায় ছাত্রলীগেরও পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। ফ্যাসিবাদ, স্বৈরাচারের অংশীজন ও গণহত্যার সহযোগী ছাত্রলীগ, ছাত্রশিবির ও জাতীয় ছাত্র সমাজকে পুনর্বাসনের মাধ্যমে ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ নেই৷ 

এতে স্বাক্ষর করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তওফিকা প্রিয়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম।

ঢাকা/সৌরভ/মেহেদী

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *