ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

Google Alert – সেনা

ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও এক সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।


পল্লবী থানার ওসি শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”


পুলিশ বলছে, আটক চারজনের মধ্যে দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য— লেফটেন্যান্ট ইফতেখার ও করপোরাল মুকুল রয়েছেন।


অভিযোগের বরাতে পুলিশ বলছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কে ৭ নম্বর এভিনিউয়ের একটি বাসায় ডাকাতি হয়। বাড়িটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর।


পুলিশের ভাষ্য, এ বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বোরহান নামে এক ব্যক্তির খোঁজে ঢুকে পড়েন পাঁচজন। পরে তারা বাসার ‘মূল্যবান’ জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে চলে যায়। এসময় ‘সোর্স’ হারুনুর রশীদের সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। পরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্ট থেকে গাড়িটি আটক করা হয়।


পুলিশ বলছে, করপোরাল মুকুল শনিবার মিরপুর-১০ নম্বরে চায়ের দোকানে ‘সোর্স’ হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন এবং এক ব্যক্তির কাছে অস্ত্র থাকার কথা বলে তাকে ওই বাড়িতে নিয়ে যান।


আটক ব্যক্তিদের কাছে পাঁচটি মোবাইল ফোন, হীরা ও সোনার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা পাওয়ার কথা বলছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *