Independent Television
নতুন এই কমপ্লেক্স বেইজিংয়ের ৩০ কিলোমিটার দক্ষিণ‑পশ্চিমে দেড় হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হচ্ছে। এর নিচে রয়েছে টানেল এবং এর ভিতে রয়েছে ভারী কংক্রিট। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের স্থাপনা অতিকায় ও মজবুত বাংকার গড়তে করা হয়। চীনের এই যুদ্ধকালীন কমান্ড সেন্টারই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক কমান্ড সেন্টার, যার আকার পেন্টাগনের চেয়ে অন্তত ১০ গুণ বড়। বিস্তারিত