ডিবির অভিযানে আ. লীগ ও ছাত্রলীগের তিন

Bangla News


আ. লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি জানান, গ্রেপ্তার তিনজন হলেন-আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।


তালেবুর রহমান বলেন, বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসানকে। এছাড়া, বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গোলাম রাব্বানী সরদারকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগ।


ডিবির তথ্যমতে, গোলাম রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


ডিসি তালেবুর বলেন, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। এছাড়া, তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


এসসি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *